Chok Bhanga 6ta :খসড়া-তালিকায় নেই কোনও অনুপ্রবেশকারীর নাম? ক্ষমা চাওয়ার দাবিতে অভিষেকের নিশানায় শাহ
ABP Ananda | 17 Dec 2025 11:06 PM (IST)
ABP Ananda LIVE : 'খসড়া ভোটার তালিকায় কেন নেই অনুপ্রবেশকারীদের উল্লেখ?' বাংলাকে ছোট করার চক্রান্তের অভিযোগে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়', বিজেপির গল্প ছিল ১ কোটি, দেড় কোটি রোহিঙ্গা, অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে',
'বিজেপির গল্প খারিজ করে দিয়েছে কমিশন', 'কোথাও যদি অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে তাহলে কমিশন তথ্য পেশ করুক', 'অনুপ্রবেশ হয়ে থাকলে জবাব দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী', কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও খবর...
খসড়া ভোটার তালিকা থেকেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষেরই নাম বাদ !
খসড়া ভোটার তালিকা থেকেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষেরই নাম বাদ ! ডোমকলে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহাবুব হাসানের নাম বাদ। নাম বাদ দিতে চাপ দিয়েছিল বিডিও অফিস থেকে, বিস্ফোরক বিএলও। এখনও পর্যন্ত এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি ডোমকলের বিডিও-র।