৭টায় বাংলা (Seg 1): 'কিছু লোক এত লোভী কেন হয়ে গেছে? আর কত চাই?' প্রশাসনিক বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরুলিয়ার সভায় মমতার কড়া বার্তার পরেই অভিযানে প্রশাসন। বলরামপুরে ভূমি রাজস্ব দফতরের কাছে ২টি দোকান সিল করল প্রশাসন। গ্রেফতার ২। প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা।
ইটভাটা থেকে সংগৃহীত রাজস্ব ঠিকমতো কোষাগারে নাকি জমা পড়ছে না। তা নিয়ে খোদ জেলাশাসককে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' নীচুতলার এরা কালেকশন করে। তারা কালেকশন করে সরকারকে টাকাটা জমা দেয় না। কিছুটা দেয়। বাকিরা নিজেরা খেয়ে নেয়। কী জেলা চালাচ্ছ গো তুমি? এতদিন ধরে জেলায় আছো! হোয়াট ইউ আর ডুইং? আমার আইডিয়া চেঞ্জ হয়ে গেল।' ক্ষুব্ধ মমতাকে বলতে শোনা যায়, 'এতকিছু দিচ্ছি মানুষকে। অথচ কিছু লোক এত লোভী কেন হয়ে গেছে? আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম এবং তাঁদের শাসন আমি সবসময়ই করি।'
রাজ্যে রাজনৈতিক পালাবদলের হাওয়া উঠেছিল গত বছর বিধানসভা ভোটের (Bidhansabha Election) পর। বিজেপি(BJP) এই রাজ্যে সরকার গড়ার স্বপ্ন দেখছিল। কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকেই (TMC) ভোট দিয়ে জিতিয়ে এনেছে ক্ষমতায়। এদিন শ্যামনগরে দলীয় সভা থেকে সেই মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''বিজেপির কাছে এত টাকা, এজেন্সি আছে, কিন্তু তৃণমূলের মতো কর্মীরা নেই। যে দল ভেবেছিল ব্যারাকপুরকে অশান্ত করবে, তারা এখন চূর্ণ। আজ বিজেপি ছেড়ে একে একে তৃণমূলে আসছেন। তৃণমূলকর্মীরাই তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। যারা ভাবে এ এক নম্বর, ও ২ নম্বর, তৃণমূলে এক নম্বর মমতা, দলের কর্মীরা ২ নম্বর।''