Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৭টায় বাংলা (Seg 2): আনিস খানের মৃত্যুতে একযোগে পথে নামলেন যাদবপুর, প্রেসিডেন্সি, আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআনিস খান মৃত্যুতে (Anish Khan Death) জায়গায় জায়গায় পড়ুয়াদের বিক্ষোভ। আনিস খানের মৃত্যুতে হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য গ্রেফতার, জানালেন রাজ্য পুলিশের ডিজি। আনিস খানের মৃত্যুর প্রতিবাদে আজ যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল পড়ুয়াদের। জ্বলল মশাল, উঠল ন্যায়বিচারের স্লোগান। যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই বিক্ষোভে যোগ দেন।
আনিস খানের মৃত্যুর (Anish Khan Death) প্রতিবাদে এন্টালি থেকে পার্ক সার্কাস পর্যন্ত বিক্ষোভ-মিছিল এসএফআইয়ের (SFI)। পার্ক সার্কাসে মিছিল পৌঁছতেই ধুন্ধুমার বাঁধে।
আনিস খুনের (Anish Khan Death) প্রতিবাদে নিউটাউন থানার সামনে অবস্থান বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের পড়ুয়াদের।
আনিস খানের মৃত্যুর প্রতিবাদে বঙ্গ ভবনের বাইরে বিক্ষোভ জেএনইউ-র (JNU) স্টুডেন্ট ইউনিয়নের। এই প্রতিবাদের নেতৃত্ব দেন ঐশী ঘোষ (Aishie Ghosh)। তিনি বলেন, "আমরা এটাই বলতে চাইছি, আনিস খানের হত্যার প্রতিবাদের আওয়াজ শুধু বাংলাতেই থেমে থাকবে না। দিল্লিতেও আমরা এই প্রতিবাদের আওয়াজ ওঠাব।"
এদিকে, রাজ্য পুলিশ দিয়েই হচ্ছে ২৭ ফেব্রুয়ারির পুরভোট, খবর সূত্রের। তবে বাড়ছে রাজ্য পুলিশের সংখ্যা। ৪০ হাজার থেকে বেড়ে ৪৪ হাজার রাজ্য পুলিশ থাকবে মোতায়েন, খবর সূত্রের। পুরভোটে বাড়ছে পর্যবেক্ষকদের সংখ্যাও, খবর সূত্রের। বুথে বুথে সশস্ত্র রাজ্য পুলিশের সঙ্গে থাকছেন সশস্ত্র পুলিশ আধিকারিক। প্রতি জেলায় থাকবে এসটিএফ, ইএফআর, ডিআইজি স্তরের আধিকারিক, খবর সূত্রের।