৭ টায় বাংলা(২): আগামীকাল থেকে শুরু সল্টলেক-ফুলবাগান ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা, আজ হাথরসে সমাজবাদী পার্টি, সঙ্গে অন্য খবর
হাথরস কাণ্ডের প্রতিবাদে ফের পথে তৃণমূল। হাথরস নিয়ে সরব কিন্তু রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে কেন চুপ সরকার? মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মেয়ো রোডে পাল্টা ধর্নায় বিজেপির মহিলা মোর্চা। রাজ্যের নারী নির্যাতনের ঘটনা ঘটলে প্রশাসনের বিরুদ্ধে চেপে দেওয়ার অভিযোগ। কামদুনি-রাজগঞ্জে সিবিআই তদন্ত করতে পারতেন মুখ্যমন্ত্রী, করলেন না কেন? কটাক্ষ বিজেপির। অন্যদিকে হাথরস কাণ্ডের তদন্ত শেষের আগেই পঞ্চায়েতের তরফে ক্লিনচিট অভিযুক্তদের। অভিযুক্তদের পাশেই পঞ্চায়েত। অভিযুক্তদের ক্লিনচিট দিয়ে প্রকাশ্যে পঞ্চায়েতের সভা। অভিযুক্তদের ক্লিনচিট প্রাক্তন বিজেপি বিধায়কেরও। কংগ্রেসের পর আজ হাথরসে সমাজবাদীর প্রতিনিধি দল। আজ নির্যাতিতার বাড়ির সামনে বিচারের দাবিতে বিক্ষোভ দেখতে থাকেন সমাজবাদীর দলের কর্মী সমর্থকরা। পরিস্থিতি মোকাবিলায় পাল্টা লাঠিচার্জ পুলিশের। তিন দশক পড়ে কলকাতার পাতালে মেট্রো স্টেশন। আজ সল্টলেক থেকে যুক্ত হচ্ছে ফুলবাগান মেট্রো স্টেশন। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় জুড়ছে ফুলবাগান। আগামীকাল থেকে শুরু যাত্রী পরিষেবা।