৭টায় বাংলা (১): দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চেয়ে বেফাঁস মন্তব্য, সৌমিত্র খাঁকে সতর্ক করলেন কৈলাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jan 2021 08:39 PM (IST)
শাসক-বিরোধী রাজনৈতিক সভা ঘিরে একেবারে সরগরম বঙ্গ রাজনীতি। কাল নন্দীগ্রামে সভা তৃণমূল নেত্রীর। পাশাপাশি দক্ষিণ কলকাতায় সভা করবেন শুভেন্দু। শুভেন্দুর বিজেপি যোগের পর কাল প্রথমবার নন্দীগ্রাম তেখালিতে সভা করবেন মমতা। এদিকে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাসবিহারী মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন শুভেন্দু। আগামিকাল অভিষেকের 'গড়' ডায়মন্ড হারবারে শোভন-বৈশাখী। করবেন সভাও। এদিন জানান বিজেপির কলকাতা জোনের সহ-আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সৌমিত্র খাঁকে সতর্ক করল বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী করার দাবি জানান এই বিজেপি সাংসদ। বেফাঁস মন্তব্য নয়, সৌমিত্র খাঁকে সতর্ক করলেন কৈলাস বিজয়বর্গীয়। কিছু বলার আগে সতর্ক হন। প্রয়োজনে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলোচনা করুন। সাংগঠনিক বৈঠকে বিজেপি নেতাদের বার্তা।