৭টায় বাংলা (২): 'বহিরাগত প্রার্থী নয়', পিকের টিমের সঙ্গে বৈঠকে সোচ্চার বালির বিদায়ী কাউন্সিলররা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Mar 2021 08:59 PM (IST)
বহিরাগত নয়, ভূমিপুত্রকেই প্রার্থী করার দাবি। তৃণমূলের (TMC) বৈঠকে সোচ্চার বালি পুরসভার ১৬ জন বিদায়ী কাউন্সিলর। কাউন্সিলরদের সঙ্গে বৈঠক হয় প্রশান্ত কিশোরের (Prashant Kisore) টিমের সদস্যদের। সেই বৈঠকেই ক্ষোভ উগড়ে দেন বিদায়ী কাউন্সিলররা। সঠিক কারণেই বিরোধিতা, প্রতিক্রিয়া অরূপ রায়ের। ৭ মার্চ শিলিগুড়িতে মহিলাদের নিয়ে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। গ্যাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে।