৭টায় বাংলা (৩): কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে হাজির ঋতুপর্ণা, আবির, পাওলি সহ এক ঝাঁক টলি তারকা, শুরু জল্পনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Feb 2021 08:41 PM (IST)
আলিপুরের পাঁচতারা হোটেলে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্টের বৈঠকে হাজির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সরকারি এই অনুষ্ঠানে হাজির হয়েছেন এক ঝাঁক টলি তারকা। এসেছে ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম সহ অনেকে। ইতিমধ্যেই সরকারি অনুষ্ঠানে টলি তারকাদের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রাথমিকে শিক্ষক (Primary Teacher) নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। প্রাথমিক টেটের (primary TET) মাধ্যমে ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছিল চাকরি প্রার্থীদের একাংশ। সেই প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। মার্চের প্রথম সপ্তাহের ঘোষণা হবে ভোট, অসমে প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে শুরু জল্পনা।