COVID-19 Updates: বেশ কিছুক্ষেত্রে ছাড় দিয়ে ৩০ জুলাই পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ল রাজ্যে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনাকালে (Corona) ৩০ জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ। ১৬ জুলাই থেকে কার্যত লকডাউনে কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছে রাজ্য। ১৬ জুলাই থেকে সাধারণের জন্য খুলছে মেট্রো। সোম থেকে শুক্রবার পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। সপ্তাহে ৫ দিন মিলবে মেট্রো পরিষেবা। তবে শনিবার ও রবিবার বন্ধ থাকবে পরিষেবা। দোকান, বাজার এবং শপিং মলে থাকছে না সময়বিধি। ১৬ জুলাই থেকে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মল। রাজ্য এবং জাতীয় স্তরের প্রশিক্ষণের জন্য খুলবে সুইমিং পুল। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত শর্তসাপেক্ষে খোলা যাবে সুইমিং পুল। সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক (Bank)। স্টাফ স্পেশাল ছাড়া আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন। আপাতত বন্ধই থাকছে স্কুল-কলেজ-সিনেমা হল।
এদিকে, দিঘার (Digha) পর এবার দার্জিলিঙে (Darjeeling) পর্যটক-প্রবেশে বাধানিষেধ। ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে দার্জিলিঙে পর্যটকদের প্রবেশে নিষেধ। ভ্যাকসিন সার্টিফিকেট বা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর (RTPCR) নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। দুটির মধ্যে একটি না থাকলে, হোটেল বা হোম স্টে-তে ঢোকা যাবে না, এমনটাই নির্দেশ দার্জিলিঙের জেলাশাসকের।
নন্দীগ্রাম মামলা স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে শুভেন্দু অধিকারী। বাংলা থেকে অন্য কোনও রাজ্যে মামলা পাঠানোর আর্জি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিচারব্যবস্থার ওপর চাপ তৈরি, কলুষিত করার চেষ্টা চলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা আদালতের। বিচারপতি কৌশিক চন্দের রায়ই চাপ তৈরির বিষয়ে স্পষ্ট, তাই অন্য রাজ্যে মামলা স্থানান্তর করা হোক, আবেদন শুভেন্দু অধিকারীর।
নন্দীগ্রাম (Nandigram) মামলায় নোটিস জারি করল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাখিল করা ইলেকশন পিটিশনের (Election Petition) ভিত্তিতে নোটিস জারি করা হয়। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্বাচন কমিশনকে (Election Commission) ভোট সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। ১২ অগাস্ট হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। নন্দীগ্রামে পুনর্গণনা, ভোটে কারচুপির অভিযোগে মামলা দায়ের।