Buddhadeb Bhattacharya : অক্সিজেনের মাত্রা নেমে যায় ৬৮-তে, তারপরই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত, এখন কিছুটা ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য
ABP Ananda | 29 Jul 2023 09:40 PM (IST)
গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে। ফুসফুসের নিচের দিকে সংক্রমণ, জানানো হল হাসপাতাল সূত্রে।
গত ৪ দিন ধরেই জ্বরে কষ্ট পাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ক্রমশ তাঁর শ্বাসকষ্ট বাড়ছিল বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এদিন খুব বেশি শ্বাসকষ্ট হওয়ায় চিকিৎসকরা প্রথমেই বুকের এক্স-রে করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের বাঁদিকের ফুসফুসে সংক্রমণ বেশি। সংক্রমণ রয়েছে ডানদিকের ফুসফুসেও। শ্বাসনালীতেও সংক্রমণ রয়েছে। কী ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ জানতে রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ২ ধরনের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হ য়েছে।