Mamata Banerjee Update: আঘাত থাকলেও অপরিবর্তিত মুখ্যমন্ত্রীর কর্মসূচি, ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Mar 2021 09:13 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার জেরে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল পথ অবরোধ করল তৃণমূল। কোথাও আবার রেল অবরোধ করা হয়। দলনেত্রীর আরোগ্য কামনায় পুজো দিলেন তৃণমূল নেতা-কর্মীরা। সকালে পুলিশ সুপার ও জেলাশাসকের ঘটনাস্থল পরিদর্শনের পরেই নন্দীগ্রামের বিরুলিয়া গ্রামে উত্তেজনা। মুখোমুখি তৃণমূল ও বিজেপি সমর্থকরা। উত্তেজনা চরমে উঠলে দু'পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। আঘাত থাকলেও অপরিবর্তিত থাকছে মুখ্যমন্ত্রীর কর্মসূচি। সব ঠিক থাকলে শনিবার থেকেই ফের প্রচারে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।