Mamata Banerjee Update: আঘাত থাকলেও অপরিবর্তিত মুখ্যমন্ত্রীর কর্মসূচি, ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Mar 2021 09:13 PM (IST)
নন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার জেরে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল পথ অবরোধ করল তৃণমূল। কোথাও আবার রেল অবরোধ করা হয়। দলনেত্রীর আরোগ্য কামনায় পুজো দিলেন তৃণমূল নেতা-কর্মীরা। সকালে পুলিশ সুপার ও জেলাশাসকের ঘটনাস্থল পরিদর্শনের পরেই নন্দীগ্রামের বিরুলিয়া গ্রামে উত্তেজনা। মুখোমুখি তৃণমূল ও বিজেপি সমর্থকরা। উত্তেজনা চরমে উঠলে দু'পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। আঘাত থাকলেও অপরিবর্তিত থাকছে মুখ্যমন্ত্রীর কর্মসূচি। সব ঠিক থাকলে শনিবার থেকেই ফের প্রচারে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।