'ছেলের পাশেই আছেন শিশির,' শান্তিকুঞ্জে মধ্যাহ্নভোজ সেরে দাবি লকেটের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজল্পনা বাড়িয়ে শনিবার কাঁথিতে শিশির অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে গেলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। বিজেপি সাংসদ জানান, আশীর্বাদ নিতে শিশির অধিকারীর (Sisir Adhikari) বাড়িতে যান তিনি। তৃণমূল সাংসদের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি সাংসদ। ‘ছেলের পাশে আছি, জানিয়েছেন শিশির অধিকারী’, সাক্ষাতের পর দাবি লকেটের। আজ সকালে কাঁথিতে কর্মিসভায় আসেন লকেট চট্টোপাধ্যায়। সেখানেই তিনি শিশিরের বাড়িতে যাওয়ার কথা জানান। তিনি বলেন, রাজনীতিতে উনি বয়জ্যেষ্ঠ, অভিজ্ঞতা, রাজনৈতিক পরামর্শ ও আশীর্বাদ নিতে যাব। সেইমতো, এদিন শান্তিকুঞ্জে যান বিজেপি সাংসদ। সেখানে বিরোধী দলের সাংসদের জন্য ঘরোয়া পরিবেশে মধ্যাহ্নভোজের আয়োজন রেখেছিলেন বিজেপি নেতা শুভেন্দুর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারী। মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, শুক্তো মাছের ঝোল চাটনি। পরে, নিজের হাতে লকেটকে পান সেজে দেন শুভেন্দুর মা। শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক লকেট বলেন, ছেলের পাশে থাকবেন বলেছেন বাবা, শিশিরবাবুর মতো মানুষের খুব দরকার, ভূমিপুত্রই জিতবে, মেদিনীপুর মানেই অধিকারী পরিবার, এখানে আসব আর শান্তিকুঞ্জে আসব না তা হতে পারে না। ঘটনায় অধিকারী পরিবারকে কটাক্ষ করেছে তৃণমূল। অভিনেতা অঙ্কুশের সহকারীর আত্মঘাতী ঘটনায় এক জনকে গ্রেফতার করা হল। লাগাতার হুমকির কারণেই আত্মঘাতী হয়েছিলেন অঙ্কুশের সহকারী পিন্টু দে। এই ঘটনায় রাজস্থানের ভরতপুর থেকে অভিযুক্ত আয়ুব খানকে গ্রেফতার করেছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা ও তথ্যপ্রযুক্তি আইনে অভিযুক্তর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই ঘটনার তদন্ত করলে লালবাজারের গোয়েন্দা বিভাগ।