৭টায় বাংলা (২): কাল থেকে শুরু করোনার টিকা দান, কী প্রক্রিয়া মেনে গণটিকাকরণ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jan 2021 09:16 PM (IST)
দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি। সংগঠন নিয়ে পর্যালোচনায় এই বৈঠক। বুধবার রাজ্যে আসছেন কমিশনের ফুল বেঞ্চ। উপ নির্বাচন কমিশনার ফেরার পরেই আসছে ফুল বেঞ্চ। কাল সকাল থেকে শুরু করোনার টিকাদান কর্মসূচি। শেষ মুহূর্তের প্রস্তুতি সরকারি ও বেসরকারি হাসপাতালে। কী প্রক্তিয়া মেনে হবে টিকাদান? ঘুরে দেখল এবিপি আনন্দ। এদিকে, টিকাকরণ শুরুর আগে ভ্যাক্সিন অ্যাপে বিপত্তি। কাজ করছে না অ্যাপ, বিপাকে স্বাস্থ্য দফতর।