Red Road: আগামীকাল থেকে ১৩ দিন আংশিক বন্ধ থাকবে রেড রোড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jun 2021 09:02 PM (IST)
কাল থেকে ১৩ দিন আংশিক বন্ধ থাকবে রেড রোড (Red Road)। কালভার্টের মেরামতির জন্য আংশিক বন্ধ থাকবে রেড রোড। প্রথম দফায় বন্ধ থাকবে ইডেনমুখী উত্তরমুখী রাস্তা এবং তারপরের দফায় বন্ধ থাকবে হেস্টিংসমুখী রাস্তা। এদিকে ইয়াসের পর থেকেই বাড়তে শুরু করেছে সব্জির দাম। এবার সেই তালিকায় যোগ হল পেঁয়াজও (Onion)। ইতিমধ্যেই প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। পাইকারি বাজারে দামবৃদ্ধির কারণেই খুচরো বাজারে দাম বাড়ছে, বলছেন বিক্রেতারা।