TET Update: এবার টেট-সার্টিফিকেটের বৈধতা ৭ বছর থেকে বেড়ে হল আজীবন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jun 2021 09:41 PM (IST)
টেটের সার্টিফিকেটের বৈধতা সাত বছর থেকে বেড়ে হল আজীবন, ট্যুইটে ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ২০১১ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে সেই সময় থেকে রেট্রোস্পেকটিভ সুবিধা পাবেন চাকরিপ্রার্থীরা। এর জন্য রাজ্যগুলিকে নতুন সার্টিফিকেট ইস্যু করতে বলল কেন্দ্র। ঘূর্ণিঝড়ের (Cyclone Yaas) রুদ্ররূপে যে শুধু গ্রামের পর গ্রাম তছনছ হয়ে গিয়েছে, তা নয়। অনিশ্চিত হয়ে গেছে বহু মানুষের জীবিকা। রূপনারায়ণের জলে ক্ষতিগ্রস্ত মহিষাদলের একের পর এক ইটভাঁটা। ভিজে নষ্ট হয়ে গেছে কাঁচা ইট। ভেসে গেছে যন্ত্রপাতি। মাথায় হাত ইটভাঁটার মালিকদের। চাকরি হারানোর আশঙ্কায় শ্রমিকরা।