সোনারপুরে তারকা প্রার্থীর সামনেই ক্ষোভপ্রকাশ বিদায়ী বিধায়কের অনুগামীদের, তৃণমূলে যশবন্ত
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোনারপুর (Sonarpur) দক্ষিণ কেন্দ্রে দলীয় প্রার্থীর সামনেই তৃণমূল কংগ্রেসের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। দলের নির্বাচনী কমিটিতে জায়গা না পাওয়ায় ক্ষোভ উগড়ে দিলেন বিদায়ী বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের (Jeevan Mukherjee) অনুগামীরা। এবারের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র (Lovely Maitra)। বিক্ষুব্ধ কর্মীদের দাবি, দলের জেলা সভাপতি ও সোনারপুর শহর সভাপতির নেতৃত্বে এলাকায় দলের সাংগঠনিক দুর্বলতা দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ শুনে লাভলি খুব দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে তৃণমূলের সোনারপুর শহর সভাপতি রঞ্জিত রায় ও জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী কোনও মন্তব্য করেননি। অন্যদিকে স্থানীয় নেতাকে বাদ দিয়ে বিদেশ বসুকে প্রার্থী করায় উলুবেড়িয়ায় বিক্ষোভ দেখালেন তৃণমূলের একাংশ। দুটি ঘটনাতে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। আজ তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha)। সুদীপ-ডেরেক-সুব্রতদের উপস্থিতিতে যোগ দেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রকেরও দায়িত্বে ছিলেন তিনি। বর্তমান বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। তারপর তিনি দলত্যাগ করার সিদ্ধান্ত নেন। এরপর আজ তৃণমূলে যোগ দিলেন তিনি। আজ তৃণমূলে কংগ্রেসে যোগ দিয়ে তিনি বলেন, 'গোটা দেশে বিজেপিকে ঠেকাতে বাংলায় বিজেপিকে হারানো জরুরি।' যদিও যশবন্তের তৃণমূলে যোগদানকে কটাক্ষ করেছে বিজেপি।