JU Student Death : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুকাণ্ডে গ্রেফতার আরও ২
ABP Ananda | 13 Aug 2023 08:45 PM (IST)
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়াদের ওপর কীভাবে অত্যাচার হয় ?, মিলেছে বিস্ফোরক বয়ান, পুলিশ সূত্রে খবর। 'প্রথম বর্ষের ছাত্রদের র্যাগিং করে সিনিয়ররা। নানারকম কাজ করানো হয় প্রথম বর্ষের পড়ুয়াদের দিয়ে। কার্যত হস্টেলে দাপিয়ে বেড়ায় সিনিয়ররা', তথ্য মিলেছে যাদবপুরের রাঁধুনীর কাছ থেকে, পুলিশ সূত্রে খবর