৭টায় বাংলা (২): 'প্রথম দফায় জঙ্গলমহলে সাফ তৃণমূল', দাবি দিলীপ ঘোষের, 'বিজেপি ভোকাট্টা' পাল্টা মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2021 09:06 PM (IST)
শনিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলন, 'মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, কোন অভিযোগ নেই। কিছু লোক আছে অভিযোগ করে প্রমাণ করার চেষ্টা করছেন খুব গণ্ডগোল হচ্ছে। যারা হারবেন তা এই ধরনের মন্তব্য করছেন।' অন্যদিকে জনসভায় মমতা (Mamata Banerjee) দাবি করেন, 'লোকসভা নির্বাচনে যে সব কেন্দ্রে এগিয়ে থাকা আসনগুলিতে ভোকাট্টা হয়ে হয়েছে বিজেপি।'