Aaj Banglay: সিবিআই জিজ্ঞাসাবাদে অনেক কিছু মনে নেই বলে দাবি পার্থ চট্টোপাধ্যায় ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2022 11:34 PM (IST)
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, পার্থকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নিজাম প্যালেসে সাড়ে ৩ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। কেন উপদেষ্টা কমিটি গঠন? কার নির্দেশে গঠন করা হয়েছিল কমিটি? শিক্ষামন্ত্রী হিসেবে টাকা নিয়ে শিক্ষক নিয়োগের অভিযোগ জানতেন? সন্ধে ৬টা থেকে নিজাম প্যালেসে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ। আর্থিক লেনদেন-সহ পার্থ চট্টোপাধ্যায়কে একাধিক প্রশ্ন সিবিআইয়ের: সূত্র। নিয়ম মেনেই সব হয়েছে বলে সিবিআইয়ের কাছে দাবি পার্থর: সূত্র। অনেক কিছু মনে নেই বলে সিবিআইয়ের কাছে দাবি পার্থর: সূত্র।