কার্যত লকডাউনের কারণে বন্ধ ফেরি চলাচল, সাগরে 'চিকিত্সার অভাবে' মৃত্যু ৯ বছরের শিশুর মৃত্যু
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘূর্ণিঝড় ইয়াসের ধাক্কায় প্লাবিত একের পর এক গ্রাম। কার্যত লকডাউনের কারণে বন্ধ ফেরি চলাচল। এই অবস্থায় গুরুতর অসুস্থ শিশুকে নিয়ে আসা গেল না কলকাতার হাসপাতালে। পরিবারের দাবি, কার্যত চিকিত্সার অভাবে চোখের সামনে মৃত্যু হয়েছে ৯ বছরের শিশুর। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের মন্দিরতলা এলাকায়।
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর আজ সকালেও জলমগ্ন। জল জমে রয়েছে জরুরি বিভাগ, মেল মেডিক্যাল ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায়। ইংরেজবাজার পুরসভা ও মেডিক্যাল কলেজের তরফে জল বের করার চেষ্টা চলছে। ঘূর্ণিঝড় ইয়াসের পর প্রবল বৃষ্টিতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এই অবস্থা। চরম ভোগান্তি রোগীর আত্মীয়দের।
ইয়াসের সঙ্গে কটালের দাপট। দুর্যোগের ধাক্কায় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় ছিঁড়ল নাইলনের ফেন্সিং। অরক্ষিত হয়ে পড়েছে প্রায় ৫০ কিলোমিটার বনাঞ্চল। এদিকে পাথরপ্রতিমায় পুকুর থেকে উদ্ধার হল কুমির। জোয়ারের জলে ফের ভাসল গোসাবা।
ঘূর্ণিঝড় ইয়াসের পরে ধ্বংসের ছবি দিঘার মোহনায়। জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গিয়েছে সব কিছু। সেখানে যাদের দোকান ছিল এখন রয়েছে শুধুই স্মৃতি। চারদিকে লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে ইট-কাঠ-পাথর। মোহনার যে বাজারে প্রতিদিন কোটি টাকার ব্যবসা হয় তা মুখ থুবড়ে পড়েছে।
ইয়াসের দাপটে বিধ্বস্ত দিঘা। শুক্রবার দিঘায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক শেষে দিঘার সমুদ্র সৈকতে যান মুখ্যমন্ত্রী। সেখানে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে কাজে যোগদানের নির্দেশ দিয়ে চিঠি। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল কেন্দ্র। মুখ্যসচিবকে ছেড়ে দিতে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র। ৩১ মে সকাল ১০টায় দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাবিনেটে নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশ কেন্দ্রের। সম্প্রতি রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়ের এক্সটেনশন চেয়েছিল। ৩১ মে আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠাল কেন্দ্র।