Aj Banglay : নিয়োগ-দুর্নীতির মামলা আবহে নীতি আয়োগের বৈঠকে মুখোমুখি হবেন মোদি-মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Aug 2022 11:19 PM (IST)
প্রায় ৮ ঘণ্টা অভিযানের পরে খালি হাতেই পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসন থেকে ফিরতে হল ইডিকে। এদিন অর্পিতার সম্পত্তির খোঁজে আবাসনের ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। কিন্তু অন্য একজনের নামে ফ্ল্যাটটি থাকায় সিল করে ফিরে আসে ইডির আধিকারিকদের।
নিয়োগ-দুর্নীতির মামলা ঘিরে তোলপাড়ের মধ্যে, নীতি আয়োগের বৈঠকে নরেন্দ্র মোদির মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর দিল্লি যাওয়ার কথা। তার দু’দিন আগেই এনিয়ে সুর চড়িয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।