আজ বাংলায়: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, শুক্রবারই গোটা রাজ্যে ঢুকে পড়বে বর্ষা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্যুটআউটে নিহত জয়পালের বাবা কলকাতায় এলেন ছেলের দেহ শনাক্ত করতে। নিউটানের টেকনো সিটি থানায় জয়পাল ভুল্লারের বাবা। কলকাতায় এসে রিনি বলেন, 'বহুদিন জয়পালের সঙ্গে কোন যোগাযোগ নেই। মৃতদেহ নিতে কলকাতায় এসেছি।'
গ্যাংস্টারের কলকাতার ঘাঁটি প্রসঙ্গে এবিপি আনন্দের হাতে চাঞ্চল্যকর তথ্য! জানা গিয়েছে সুমিত কুমারের আইডি ব্যবহার করে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ভরত কুমারই! ওয়েবসাইটে অন্যের পাসপোর্ট দিয়ে ফ্ল্যাট ভাড়ায় নেয় ভরত কুমার। ভুয়ো পাসপোর্ট দিয়েই ২ গ্যাংস্টারের জন্য নিউটাউনে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল। শ্বশুরবাড়ি সূত্রে কলকাতার সঙ্গে যোগাযোগ করেছিলেন লিঙ্কম্যান ভরত কুমার। সিসিটিভি ফুটেজের সূত্রে ভরত কুমারের কালো হন্ডা অ্যাকর্ডের খোঁজ মেলে। বুধবার সকালে পাঞ্জাবের সীমান্ত এলাকায় ধরা পড়ে ভরত কুমার। ভরত কুমারকে জেরা করেই নিউটাউনে ২ গ্যাংস্টারের ঘাঁটির হদিশ মেলে।
অনুপ্রবেশের অভিযোগে মালদার কালিয়াচক থেকে গ্রেফতার এক চিনা নাগরিক। পুলিশ সূত্রের খবর মৃতের নাম হান জুনউই, বয়স ৩৬। বাংলাদেশ সীমান্ত থেকে তিনি কেন ভারতে প্রবেশের চেষ্টা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর কাছ থেকে বেশি কয়েকটি ভারতীয় সিম কার্ড পাওয়া গিয়েছে।
সাগরদ্বীপের কাছে হুগলি নদীর উপর টর্নেডো পরিস্থিতি। আতঙ্কে এলাকাবাসী। পরে নদীর উপরেই মিলিয়ে যায় তা। প্রায় আধঘণ্টা ধরে নদীর উপর ছিল ওই টর্নেডো। নদী থেকে স্থলভাগে না ঢোকায় স্বস্তির নিঃশ্বাস।
উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের হাত ধরেই কাল গোটা রাজ্যে ঢুকে পড়বে বর্ষা, বৃষ্টি বাড়বে রাজ্যজুড়ে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
মালদার ইংরেজবাজারের প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চাল-আলুর পরিমাণে কারচুপির অভিযোগ উঠল কর্মীদের বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক।