Ananda Live : মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে আরও এক সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেফতার
ABP Ananda | 10 Jan 2023 02:41 PM (IST)
মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে আরও এক সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেফতার। তৃতীয় সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের নাম আবদুল রকিব কুরেশি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে পেন ড্রাইভ, মোবাইল ফোন। রকিব কুরেশি একসময় নিষিদ্ধ সংগঠন সিমি-র সদস্য ছিল। মহম্মদ সাদ্দামের সঙ্গে যোগাযোগ রাখার জন্যই গ্রেফতার, দাবি এসটিএফের।