আনন্দ সকাল (৪) : মণীশ শুক্ল খুনে এবার দুই তৃণমূল নেতাকে তলব সিআইডি-র, সঙ্গে অন্য খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিএএ নিয়ে বিজেপির অন্দরেই এবার অশান্তি। এখনও কেন সিএএ চালু করা গেল না, তা নিয়ে ক্ষুব্ধ বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় এবার দুই তৃণমূল পুর প্রশাসককে তলব করল সিআইডি। তলব টিটাগড় ও ব্যারাকপুরের পুর প্রশাসক প্রশান্ত চৌধুরী ও উত্তম দাসকে। মণীশ শুক্লর বাবার করা এফআইআরে তাঁদের নাম ছিল। মণীশ খুনের দিন কোথায় ছিলেন তাঁরা? মণীশ-হত্যা নিয়ে তাঁদের কী মতামত, এইসব জিজ্ঞাসা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি গত বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানে বিজেপি নেতা-কর্মীদের ওপর রঙিন জল স্প্রে করেছিল পুলিশ। সেই রঙিন জলে ছিল করোনা ভাইরাস মেশানো রাসায়নিক। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে বিস্ফোরক অভিযোগ বিজেপির। অমিত শাহকে চিঠি লকেটের। ভিত্তিহীন অভিযোগ, পুলিশ আইন মেনেই পদক্ষেপ করেছে, পাল্টা দাবি তৃণমূলের।