Ananda Sakal : তৃণমূলের ‘বিবাদ’ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ বসিরহাট থানার কনস্টেবল !
ABP Ananda | 22 Nov 2022 10:41 AM (IST)
তৃণমূলের ‘বিবাদ’ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ বসিরহাট থানার কনস্টেবল! তৃণমূলের বৈঠক ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, মারামারি হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বসিরহাট থানার পুলিশ।
মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ। যেতেই হবে, দেখতে থাকুন। অকালেই কি পতন হবে তৃণমূল সরকারের? ‘ডিসেম্বর ডেডলাইন’এর ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পাপ ঢাকতে বড় বড় কথা বলছেন। বিরোধী দলনেতাকে পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।