Ananda Sakal I: বুধবার রাজ্যজুড়ে সব থানা ঘেরাওয়ের কর্মসূচি বামেদের, আরও খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Feb 2021 09:11 AM (IST)
মইদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদ চলাকালীন মৌলালিতে পুলিশকর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার এক ডিওয়াইএফআই কর্মী। মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ প্রায় ২৫০ জনের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে।
মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতির পর এবার মৃত DYFI নেতার বাড়িতে পঞ্চায়েত প্রতিমন্ত্রী। পরিবারের একজনকে দিলেন চাকরি দেওয়ার আশ্বাস। কিন্তু শুধু চাকরি দিলেই কি সব সমস্যার সমাধান? প্রশ্ন বামেদের। মৃতের দুই মেয়ের পড়াশোনার খরচের দায়িত্ব নিয়েছে SFI।
দলের যুব নেতার মৃত্যুর প্রতিবাদে রেল অবরোধ করায় পূর্বস্থলী উত্তরের সিপিএম বিধায়কের বিরুদ্ধে FIR রুজু করল রেল পুলিশ। এই ঘটনায় তৃণমূল ও বিজেপির আঁতাতের অভিযোগে সরব হয়েছে সিপিএম। যদিও, এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল ও বিজেপি দু’দলই।