Ananda Sakal II: সায়নী-দেবলীনাকে সোশাল মিডিয়ায় হুমকি, প্রতিবাদে বিশিষ্টদের সভা মেট্রো চ্যানেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jan 2021 11:04 AM (IST)
কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আজ প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ট্র্যাক্টর র্যালি করবেন কৃষকরা। রুট বদলে দিয়েছে দিল্লি পুলিশ। দেওয়া হয়েছে একাধিক শর্ত। তা সত্ত্বেও সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমানা থেকে ৫ হাজার ট্র্যাক্টরের মিছিল দেখা যাবে দিল্লির রাজপথে। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে।
পাশাপাশি ২৩ জানুয়ারি স্লোগান বিতর্ক, সায়নী-দেবলীনাকে মুখ খোলার জন্য দেওয়া হুমকি ইত্যাদির প্রতিবাদে এবার একমঞ্চে দেখা গেল জয় গোস্বামী, শুভাপ্রসন্ন থেকে কৌশিক সেন, গৌতম ঘোষকে। নুসরত, তনুশ্রী থেকে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিকও উপস্থিত ছিলেন। বিধানসভা ভোটের আগে কার্যত বিজেপির বিরুদ্ধে প্রচারের মহড়া হয়ে উঠল বিশিষ্টদের এই সভা।
পাশাপাশি ২৩ জানুয়ারি স্লোগান বিতর্ক, সায়নী-দেবলীনাকে মুখ খোলার জন্য দেওয়া হুমকি ইত্যাদির প্রতিবাদে এবার একমঞ্চে দেখা গেল জয় গোস্বামী, শুভাপ্রসন্ন থেকে কৌশিক সেন, গৌতম ঘোষকে। নুসরত, তনুশ্রী থেকে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিকও উপস্থিত ছিলেন। বিধানসভা ভোটের আগে কার্যত বিজেপির বিরুদ্ধে প্রচারের মহড়া হয়ে উঠল বিশিষ্টদের এই সভা।