Ananda Sakal II: 'মগরাহাট, ক্যানিং ভাঙতে হবে। দক্ষিণ ২৪ পরগনায় ৩১-এ ৩১ করতে হবে', হুঁশিয়ারি শুভেন্দুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Feb 2021 11:54 AM (IST)
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রীসভায় সেচ, অনগ্রসর শ্রেণিকল্যাণ ও বন দফতরের দায়িত্ব সামলেছেন। এহেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ভোটের মুখে বিজেপিতে। শুরু থেকেই আক্রমণাত্মক। প্রতিদিনই বিঁধছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur) বিজেপির যোগদান মেলায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও রাজীব বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনায় আসন নিয়ে চ্যালেঞ্জের সুর শুভেন্দুর গলায়। এদিকে ২৪ ঘণ্টার মধ্যে ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। বিধি ভেঙে ওয়ান ওয়েতে গাড়ি ব্যাক করতে গিয়ে আচমকা ব্রেক। বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের। লাফ দিয়ে প্রাণে বাঁচলেন বাইক চালক।