রাজ্যের একাধিক মেট্রো প্রকল্পে বাজেট বরাদ্দ বৃদ্ধি, শুরু কোভ্যাকসিনের টিকাকরণও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2021 03:56 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বিধানসভা ভোটের আগে প্রচার তুঙ্গে তুলতে এবার রথযাত্রার (Rathyatra) আয়োজন করছে বিজেপি (BJP)। যার পোশাকি নাম দেওয়া হয়েছে পরিবর্তন যাত্রা। ৬ ফেব্রুয়ারি শনিবার নদিয়ার নবদ্বীপ (Nabadwip) থেকেই রথযাত্রার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। কিন্তু এই রথযাত্রার অনুমতি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মহাভারতের যুগে কুরুক্ষেত্রে রথে চেপে যুদ্ধ করতে দেখা গিয়েছিল ভীষ্ম, অর্জুন, কর্ণ, দুর্যোধনদের। সেদিন আর নেই। কিন্তু আজ থেকে তিন দশক আগেই ধর্মযুদ্ধ ছাড়িয়ে রথ ঢুকে পড়েছে ভারতীয় রাজনীতিতে। বিজেপির (BJP) রাজনীতির অন্যতম প্রধান অঙ্গ রথযাত্রা। অন্যদিকে বাজেটে রাজ্যের কতগুলো মেট্রো প্রকল্পের বরাদ্দবৃদ্ধি। জানা গিয়েছে, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় নোয়াপাড়া-বারাসাত মেট্রো প্রকল্পে বাড়ানো হয়েছে ৩২০ কোটি টাকা। জোকা-বিবাদী বাগ প্রকল্পে বরাদ্দ বাড়ল ২৫১ কোটি টাকা। বিমানবন্দর-নিউ গড়িয়া মেট্রো প্রকল্পে বরাদ্দ বাড়ল ২০ কোটি টাকা। শেষ হওয়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পে বরাদ্দ ১ কোটি। পূর্ব, দক্ষিণ-পূর্ব রেলের প্রকল্পে বরাদ্দ ৪৮ হাজার ২৭৫ কোটি টাকা। ওদিকে কোভিশিল্ডের পর এবার কোভ্যাকসিন (Covaxin)। রাজ্যে শুরু হল ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাকসিনের প্রয়োগ। বুধবার এসএসকেএম হাসপাতালে প্রথম টিকা নেন ন্যাশনাল হেলথ কমিশন বা জাতীয় স্বাস্থ্য কমিশনের রাজ্যের অধিকর্তা সৌমিত্র মোহন এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য।