Ananda Sakal III: কীভাবে চলছে ড্রাই রান, জেনে নিন ধাপগুলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jan 2021 01:01 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সারা দেশের সঙ্গে আজ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় করোনা টিকার ড্রাই রান (Dry Run of Corona Vaccine) হচ্ছে। প্রতি জেলায় তিন কেন্দ্রে ড্রাই রান চলছে। কলকাতার সব মেডিক্যাল কলেজেও এই মহড়া চলবে। যখন কোনও স্বেচ্ছাসেবক বা টিকা গ্রহীতা আসবেন, তাঁর নাম নথিভুক্ত করার জন্য প্রথমে তাঁর কাছে আসা মেসেজ দেখা হবে। তারপর তা নথিভুক্তকরণ করা হবে। তাঁকে টিকার ব্যাপারে বোঝানো হবে। তারপর তাঁকে ভ্যাকসিনেশন রুমে নিয়ে গিয়ে ICMR-এর ওয়েবসাইটে তাঁর নাম, ঠিকানা আপলোড করা হবে। এরপর তাঁকে টিকা দেওয়া হবে। অন্যদিকে পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে প্রকাশ্যে তৃণমূলের (TMC) গোষ্ঠীকোন্দল। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থাকে কেন্দ্র করে গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে। ১২ সদস্যের গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে আট জন। বিডিওর কাছে অনাস্থার দাবি পেশ। প্রতিক্রিয়া মেলেনি পঞ্চায়েত প্রধানের। 'পঞ্চায়েতের মেয়াদ আড়াই বছর হয়নি। আইন অনুসারে অনাস্থা গ্রহণ করা যাবে না।' অনাস্থা প্রস্তাব নিয়ে মন্তব্য বিডিওর।