Ananda Sakal III: বড়দিনে আলো ঝলমলে পার্কস্ট্রিট, কিন্তু Christmas Eve এ ব্যতিক্রমী ছবি park street এ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2020 12:10 PM (IST)
আজ বড়দিনে পার্ক স্ট্রিট অন্যতম আকর্ষণ। তবে করোনা আবহে বড়দিনের আনন্দ আজ অনেকটাই ফিকে। পার্কস্ট্রিটে যে রাস্তা এই উৎসবের মরসুমে ওয়াক স্ট্রিটে পরিণত হয়, নিয়ম মেনে আজও তা হবে বলে জানা যাচ্ছে কলকাতা পুলিশের তরফে। তবে সেক্ষেত্রে সামাজিক দূরত্ব ও সচেতনতা মেনে চলা আবশ্যিক। আলোয় ঝলমল করে পার্ক স্ট্রিট চত্বর। গতরাতে বেশ ভিড় হয়েছিল। অন্যদিকে আজ বড়দিনে উধাও চিড়িয়াখানার চেনা ভিড়। চিড়িয়াখানার গেটে নেই লম্বা লাইন। টিকিট কাউন্টারের সামনেও দেখা যায়নি উপচে পড়া ভিড়। অন্যান্য বছর চিড়িয়াখানা খোলার আগে যা ভিড় হয়, আজ সেরকম কোনও ছবিই চোখে পড়েনি। তবে সতর্কতা বজায় রেখেই গেটে বসানো হয়েছে স্যানিটাইজেশন টানেল। আবার অন্যদিকে সেন্ট পলস চার্চেও নেই চেনা ভিড়। তবে মানুষ আসছেন। এবছর সারাদিন খোলা থাকছে না সেন্ট পলস ক্যাথিড্রাল। দুপুর ২টোর পর বন্ধ করে দেওয়া হবে চার্চ।