Ananda Sakal (Seg-1) : তৃণমূল করায় মহিলাকে গাছে বেঁধে মারধরের অভিযোগ ভেকুটিয়ায় ! বিজেপিকে নিশানা দেবাংশুর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপঞ্চায়েত ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস। প্রাণ গেল আরও একজনের। এনআরএসে মৃত্যু হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল কর্মীর। ৮ জুলাই বড়শিমুল গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে যাওয়ার সময় বোমাবাজিতে গুরুতর জখম হন তৃণমূল কর্মী সইবুর রহমান ও তাঁর ভাই মইদুল রহমান। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার মৃত্যু হয় মইদুলের। আজ ভোর রাতে এনআরএসে মৃত্যু হয় তৃণমূল কর্মী সইবুরের। রাজ্যে পঞ্চায়েত ভোটে এই নিয়ে ৩৭ দিনে ৪৯ জনের মৃত্যু হল।
পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর এবার নন্দীগ্রামে তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে ঢুকে মারধর করা হয় তৃণমূল কর্মী সমর্থকদের। আক্রান্ত ১১ জনকে ভর্তি করা হল এসএসকেএমে। ভেকুটিয়ায় তৃণমূল করায় এক মহিলাকে গাছে বেঁধে মারধরের অভিযোগ তুলে ট্যুইটে বিজেপিকে নিশানা করেছেন দেবাংশু ভট্টাচার্য। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। আজ নন্দীগ্রামে যাচ্ছেন শশী পাঁজা ও কুণাল ঘোষ। সেখানে শান্তিমিছিল করবেন তাঁরা।