Ananda Sakal (পর্ব ২): 'বিচারব্যবস্থাকে কখনওই সন্ত্রস্ত করা যায় না', হাইকোর্টের ঘটনায় কড়া বার্তা রাজ্যপালের। Bangla News
ABP Ananda | 11 Jan 2023 10:55 AM (IST)
'যে কোনও মূল্যে বিচারব্যবস্থাকে রক্ষা করতে হবে, বিচারব্যবস্থাকে কখনওই সন্ত্রস্ত করা যায় না, এটা কোনওভাবেই হতে দেওয়া যায় না।' বিচারপতির বিরুদ্ধে বাড়ির সামনে পোস্টার, এজলাসে বিশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা রাজ্যপালের। 'কারও কোনও রায় পছন্দ না হলে, উচ্চ আদালতে যেতে পারেন, বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা, এটা পৃথিবীর কোথাও হয় না', স্বরাষ্ট্রসচিব-সিপিকে এমনই জানিয়ে দিয়েছেন রাজ্যপাল, খবর পুলিশ-প্রশাসন সূত্রে।