Ananda Sakal (Seg 2): অবশেষে বাড়ি ফিরলেন বগটুই-কাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখ ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2022 01:03 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরামপুরহাটের বগটুইয়ে তৃণমূল নেতা ভাদু শেখ হত্যাকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। সবমিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। মঙ্গলবার যে ৩ জনকে পুলিশ গ্রেফতার করে, তাঁদের মধ্যে ছিলেন সঞ্জু শেখ। যাঁর বাড়ি থেকে ৭ জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়।
রামপুরহাটকাণ্ডে অভিযুক্তদের খোঁজে সিবিআইয়ের তল্লাশি। মাড়গ্রাম-নলহাটির কাছ থেকে ভাদু শেখ খুনে ফেরার আরও ২ অভিযুক্ত গ্রেফতার।
সাঁইথিয়ায় আত্মীয়ের বাড়ি থেকে ফিরছেন মিহিলাল শেখ। বগটুই-এর পাশেই কুমাড্ডা গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছেন মিহিলাল শেখ, বানিরুল শেখ। মুখ্যমন্ত্রীর দেওয়া নিরাপত্তা আশ্বাসের ভরসাতেই গ্রামে ফিরেছেন তারা।