Ananda Sakal (Seg-2) : গিরিশ পার্কে ব্যবসায়ীর অফিস থেকে ১০ কোটি টাকার সোনা চুরির অভিযোগে গ্রেফতার কর্মচারী ও তার ভাই
মাঠে ক’টা গাছ আছে গুনতে ২ মিনিট সময় লাগবে না। অথচ সেই গাছ লাগাতেই নাকি খরচ হয়েছে ২ লক্ষ ২২ হাজার টাকা। কেন্দ্রীয় প্রকল্পের টাকায় বোলপুরে গাছ লাগানো ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিকে, পঞ্চায়েত সচিবের দাবি, বিডিও অফিস থেকে ঠিকমতো গাছ আসেনি। অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েতের ঘাড়ে দায় ঠেলেছেন বিডিও।
গিরিশ পার্কের সিংহীবাগানে ব্যবসায়ীর অফিস থেকে ১০ কোটি টাকার সোনা চুরির অভিযোগে গ্রেফতার কর্মচারী ও তার ভাই। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে মাথায় আঘাত নিয়ে গিরিশ পার্ক থানায় আসেন ব্যবসায়ীর কর্মচারী নীতিশ রায়। অভিযোগ করেন, ট্যাক্সি করে এসে দুই দুষ্কৃতী তাকে মারধর করে ব্যবসায়ীর অফিস থেকে সোনা লুঠ করে পালিয়েছে। পুলিশ সূত্রে খবর, টানা জিজ্ঞাসাবাদে ওই কর্মচারীর বয়ানে অসঙ্গতি মেলে। নিজের ভাইয়ের সঙ্গে ছক কষে ব্যবসায়ীর অফিস থেকে সোনা হাতানোর ছক কষেছিল বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে অভিযুক্ত। রাতে উল্টোডাঙা রেল আবাসনের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া সোনা। এরপরই ব্যবসায়ীর কর্মচারী ও তার ভাইকে গ্রেফতার করে গিরিশ পার্ক থানার পুলিশ।