Ananda Sakal (Seg 2): 'বাজেট বক্তৃতায় কেন নেই মূল্যবৃদ্ধি প্রসঙ্গ?' প্রশ্ন তুলে আক্রমণ বিরোধীদের|Bangla News
abp ananda | 02 Feb 2022 11:10 AM (IST)
করোনা-আবহে কোপ পড়েছে মধ্যবিত্তের পকেটে। গোদের ওপর বিষফোঁড়া হয়ে উঠেছে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। কিন্তু, তার সুরাহা দূরের কথা, বাজেটে মূল্যবৃদ্ধির কথাই উল্লেখ করলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)। যা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও।
চার পুরসভায় ভোটের পারদ চড়ছে। প্রচারে নেমেছেন বিধাননগর পুরসভার বিদায়ী মেয়র ও তৃণমূল প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী। এক দশকের কাউন্সিলর। চেয়ারম্যান ইন কাউন্সিল থেকে চেয়ারপার্সন হয়ে মেয়র, সামলেছেন সব দায়িত্ব। নির্বাচনী প্রচারে জোর দিচ্ছেন আলো, জল, নিকাশির মতো মূল নাগরিক পরিষেবাগুলির ওপর।