Ananda Sakal (Seg 3): ডিজিটাল সম্পত্তি থেকে আয়ের ওপর কর নেবে সরকার, ঘোষণা বাজেটে|Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবছরই আসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিজিটাল মুদ্রা, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি। বাজেটে ঘোষণা করলেন নির্মলা সীতারমণ। সেই সঙ্গে, ভার্চুয়াল বা ডিজিটাল সম্পত্তি থেকে আয়কে করের আওতায় আনার কথাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Price) হিসেবে ২ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ হল কেন্দ্রীয় বাজেটে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব-সহ ৫ রাজ্যে ভোটের আগে কৃষক মন পাওয়ার চেষ্টা মোদি সরকারের, অভিযোগ বিরোধীদের। এমএসপি ইস্যুতে নমনীয় অবস্থান নিচ্ছেন না কৃষক আন্দোলনকারীরাও। যদিও বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি (BJP)।
LIC’র IPO আনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যা, নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। পোস্ট অফিসকে ডিজিটাল ব্যবস্থার অধীনে আনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।