Ananda Sakal (Seg 4): জীবেশ থেকে দেবলীনা, বিমান-সূর্যদের জায়গায় CPM রাজ্য সম্পাদকমণ্ডলীতে নতুন মুখ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতোলাবাজি রুখতে কড়া বার্তা দিলেন মহুয়া মৈত্র। ফেসবুকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের পোস্ট, প্রতারণার অভিযোগ হলে দরকারে তাঁর কাছে অভিযোগ জানান। পাল্টা দলীয় সাংসদের বিরুদ্ধে সরব হয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক। অন্য কারও মন্তব্যের প্রয়োজন নেই। বার্তা সুখেন্দুশেখর রায়ের।
কোচবিহারে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়ের বিরোধ চরমে! ৬ বছর আগে লোকসভা উপনির্বাচনে নাম সুপারিশ করাটা ঐতিহাসিক ভুল ছিল! গোখরোকে বিশ্বাস করা গেলেও, ওঁকে বিশ্বাস করা যায় না! নাম না করে পার্থপ্রতিম রায়কে আক্রমণ করলেন রবীন্দ্রনাথ ঘোষ! পাল্টা কড়া বার্তা দিয়েছেন জেলা তৃণমূল সভাপতিও।
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে জায়গা পেলেন ৪ নতুন মুখ। বিমান-সূর্য-রবীনদের জায়গায় এলেন জীবেশ সরকার, দেবলীনা হেমব্রম, জিয়াউল আলম ও দেবব্রত ঘোষ।