Ananda Sakal : পঞ্চায়েত ভোটে প্রয়োজন পড়লে তৃণমূলকে কোচবিহার দাওয়াই : সুকান্ত
ABP Ananda | 07 Nov 2022 11:38 AM (IST)
পঞ্চায়েত ভোটে প্রয়োজন পড়লে তৃণমূলকে কোচবিহার দাওয়াই। হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিছুটি পাতা ঘষে বিজেপিকে জবাব দেবেন সাধারণ মানুষ। পাল্টা হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পঞ্চায়েত ভোটের আগে নেতায় নেতায় বাগযুদ্ধে চড়ছে রাজনীতির উত্তাপ।
বিজেপি কর্মীদের দলবদলে তীব্র আপত্তি তৃণমূল কর্মীদের একাংশের! বিক্ষোভের জেরে ভেস্তেই গেল তৃণমূলের যোগদান পর্ব! এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটায়। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরেরই পটাশপুরে তৃণমূলে ভাঙন ধরালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।