Ananda Sokal: আর জি কর কাণ্ডে ফের পথে অভয়া মঞ্চ, সোদপুরে জমায়েত কর্মসূচি পালন
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডে ফের পথে অভয়া মঞ্চ। আজ সোদপুরে অভয়া মঞ্চের ডাকে জমায়েত কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা। রবিবার, গড়িয়াহাটে সকাল ১০টা থেকে দুপুর ২টো, অভয়া ক্লিনিক করছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। ৯ তারিখ, সোমবার, তরুণী চিকিৎসক হত্য়াকাণ্ডের ১০ মাস পূর্ণ হচ্ছে। ওইদিন অভয়া স্মরণে, আর জি কর হাসপাতাল প্রাঙ্গনে জমায়েত কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি টালা থানা অভিযানেরও ডাক দেওয়া হয়েছে।
কাঞ্চনজঙ্ঘা জয় করতে গিয়ে অসুস্থ, সামিটের কাছে গিয়েও ফিরতে হল পিয়ালি বসাককে
কাঞ্চনজঙ্ঘা জয় করতে গিয়ে অসুস্থ, সামিটের কাছে গিয়েও ফিরতে হল পিয়ালি বসাককে ।নেপাল থেকে চন্দননগরের বাড়িতে ফিরলেন এভারেস্টজয়ী পর্বতারোহী।কোথায় থামতে হয়, জানা উচিত, মন্তব্য পিয়ালির ।গত ৭ এপ্রিল কাঞ্চনজঙ্ঘা অভিযানে যান চন্দননগরের পর্বতারোহী পিয়ালি।ক্যাম্প ফোরে পৌঁছনোর পর জ্বর, সর্দিকাশি শুরু হয় পিয়ালির ।ওষুধ খেয়ে নিজে সুস্থ হলেও শেরপারা অসুস্থ হয়ে পড়ায় এগোতে পারেননি পিয়ালি।আবহাওয়া খারাপ হতে থাকায় ঝুঁকি না নিয়ে ফেরার সিদ্ধান্ত নেন পিয়ালি।'পাহাড়ে যতটা উঠবেন, ততটাই ফিরে আসার ক্ষমতা থাকা প্রয়োজন'।জীবন থাকলে ফের অভিযান, মন্তব্য এভারেস্টজয়ী পিয়ালির ।২০২২ সালে এভারেস্ট জয় করেন চন্দননগরের পর্বতারোহী।এছাড়া ৮০০০ মিটার উচ্চতার একাধিক শৃঙ্গ জয় করেছেন পিয়ালি ।মানাসুলু, ধৌলাগিরি, লোৎসে, অন্নপূর্ণা, মাকালু জয় করেছেন পিয়ালি।