Ananda Sokakl: বিজেপি বিধায়কদের প্রতিবাদে উত্তপ্ত বিধানসভা,সাসপেন্ড করা হয় শুভেন্দু সহ ৪ বিধায়ককে
ABP Ananda Live: সোমবার বিজেপি বিধায়কদের প্রতিবাদে উত্তপ্ত হল বিধানসভা। ঘটে গেল এমন এক ঘটনা , যা সাম্প্রতিক কালে দেখা যায়নি। গত ১৭ ফেব্রুয়ারি অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ ৪ বিধায়ককে। আর এবার মার্শাল ডেকে বের করে দেওয়া হল ২ বিজেপি বিধায়ককে। কেন এমন পদক্ষেপ ? ৪ বিজেপি বিধায়কদের দাবি, 'কেন পাবলিক সার্ভিস কমিশনকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না?'এই প্রশ্ন তোলারই 'শাস্তি'দেওয়া হল তাঁদের।
সোমবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর দুই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওঁরাও-কে মার্শাল ডেকে বের করে দেন স্পিকার। ঘটনাটি ঠিক কী ? এদিন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, '১০ বছর ধরে পাবলিক সার্ভিস কমিশন কাজ করছে না। কেন পাবলিক সার্ভিস কমিশনকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না?'। এই প্রশ্ন তুলতেই বিজেপি বিধায়কের এক্তিয়ার স্মরণ করিয়ে দেন স্পিকার।