Assembly By Election: চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফের সবুজ ঝড়। ABP Ananda Live
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppWest Bengal News: । মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ থেকে রায়গঞ্জ---বিজেপিকে হোয়াইট ওয়াশ করে দিল তৃণমূল। উল্টোদিকে লোকসভা নির্বাচনের নিরিখে তিনটি আসনে এগিয়ে থাকলেও উপনির্বাচনে একটি আসনেও খাতা খুলতে পারল না বিজেপি।
বিধানসভা উপনির্বাচনে বিজেপি 'সাফ' !তৃণমূলের 'বাম্পার' জয় ! তৃণমূল ৪- বিজেপি ০। বাংলার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির বিপর্যয় ঘটল। ফের সবুজ ঝড়ে উড়ে গেল পদ্মফুল। বাগদা-রানাঘাট দক্ষিণ -রায়গঞ্জ ! ৪টে বিধানসভা কেন্দ্রেই জয়ী হল তৃণমূল। হোয়াইটওয়াশ হল বিজেপি। খুঁজে পাওয়া গেল না বাম-কংগ্রেসকে।
তার মধ্যে রায়গঞ্জ বাগদা ও রানাঘাট দক্ষিণ -এই ৩টি কেন্দ্রেই গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি। ২ বছরের ব্যবধানে সেই ৩টি কেন্দ্রই হাতছাড়া হল তাদের। ফুটল ঘাসফুল। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল দেড় মাস আচার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফের সবুজ ঝড়গে, লোকসভা ভোটের ফলের নিরিখে বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই ৩টি কেন্দ্রেই বিপুল ভোটে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু দেড় মাসের মধ্য়েই তাদের ভোটব্য়াঙ্কে ধস নামল। ৩ দুর্গেই বিজেপিকে মাত দিল তৃণমূল।