Case Deben Na Please: লোকসভা নির্বাচন ২০২৪-এ পশ্চিমবঙ্গের আস্থা তৃণমূলেই, পিছিয়ে রইল বিজেপি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবারের লোকসভা নির্বাচনে বঙ্গবাসী আস্থা রাখল তৃণমূলেই। অন্যদিকে পিছিয়ে রইল পদ্মশিবির। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দেব ঘোষণা করেছিলেন, যত ভোট পাবেন, ততগুলো গাছ লাগাবেন ঘাটাল লোকসভার সাতটি বিধানসভা এলাকায়। মানুষের রায়ে নির্বাচিত হয়েছেন, তাই এবার প্রতিশ্রুতি রাখার পালা। রবিবার ঘাটালে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করলেন তৃণমূল সাংসদ দেব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য হিসাবে রবিবার শপথ নেওয়া ৩০ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ২৫ জন বিজেপির আর ৫ জন শরিকদলগুলির। শরিকদের জন্য ২ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ এবং ৪টি প্রতিমন্ত্রীর পদও ছেড়েছে বিজেপি। যদিও পূর্ণমন্ত্রী পদের প্রস্তাব না পাওয়ায় শপথ নিল না NCP-র কেউ।
বাংলা থেকে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা পেলেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। দু-জনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। তৃতীয় মোদি সরকারেও ক্যাবিনেট মন্ত্রী-বিহীন বাংলা। এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল এবং সিপিএম।