Opposition Meeting: 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া', মুম্বইয়ে বিরোধী জোটের মেগা বৈঠক ।ABP Ananda Live
ABP Ananda | 01 Sep 2023 11:41 PM (IST)
আজ মুম্বইয়ে দ্বিতীয় দিনের বৈঠকে 'INDIA'। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিটিতে আছেন শরদ পাওয়ার, স্ট্যালিন, হেমন্ত সোরেন,সঞ্জয় রাউত, ডি রাজা, ওমর আবদুল্লারা। সমন্বয় কমিটিতে নেই সিপিএম। মোট ১৩ জন আছেন ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে। বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা প্রক্রিয়া অবিলম্বে চুড়ান্ত করার সিদ্ধান্ত বৈঠকে। দেশের বিভিন্ন অংশে র্যালি-জনসভা করার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের। জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়ার মতো স্লোগান বিভিন্ন ভাষায় প্রচার করার সিদ্ধান্ত। সমন্বয় কমিটিতে থাকছেন না সনিয়া-রাহুল-মমতা।