Rahul Gandhi : 'আদানির সংস্থায় গোপনে কার বিনিয়োগ ?', মোদি-আদানি যোগসূত্র নিয়ে ফের সরব রাহুল
ABP Ananda | 31 Aug 2023 08:46 PM (IST)
শেয়ারে কারচুপি থেকে হাওয়া মারফত টাকা পাচার, আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে আবারও মারাত্মক অভিযোগ। সেই নিয়ে ফের একবার সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তিনি। এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন ইডি-সিবিআই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত করছে না, কেন প্রধানমন্ত্রী গৌতম আদানিকে আড়াল করছেন, আবারও প্রশ্ন তুললেন রাহুল।