এক ডজন গল্প: পরশু থেকে রাজ্যে চালু লোকাল ট্রেন, পৌরসভার কাজ সরেজমিনে খতিয়ে দেখতে বেহালায় ফিরহাদ, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Nov 2020 12:01 AM (IST)
এক ডজন গল্প: পরশু থেকে ফের রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। প্রথম পর্যায়ে তিনটি ডিভিশন মিলিয়ে ৬৯৬টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। পৌরসভার কাজ সরেজমিনে খতিয়ে দেখতে বেহালায় ফিরহাদ হাকিম। বিদায়ী কাউন্সিলরদের নিয়ে করলেন বৈঠকও। শোভন বিজেপিতে সক্রিয় হওয়ার পরই কি তৎপরতা তৃণমূল শিবিরে। উঠছে প্রশ্ন। নন্দীগ্রাম দিবস উপলক্ষে একই জায়গায় ভিন্ন সভা। সকালে ভূমি উচ্ছেদ কমিটির উদ্যোগে শুভেন্দুর সভা। বিকালে তৃণমূলের ব্যানারে সভায় থাকবেন ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের নেতা মন্ত্রীরা। কাঁথি দু নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। ৪ নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়। কাঁথির দুই ব্লকে তৃণমূলের সভাপতি নির্বাচনের পরই শুরু গোষ্ঠী কোন্দল। বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী মঙ্গলবার। ফের একবার নিতীশ সরকার। না কি লালুর লাল টেন। এনডিএ শিবির না মহাজোট, কে করবে বাজিমাত? ৩৮টি জেলায় তৈরি হয়েছে ৫৫টি গণনা কেন্দ্র। কড়া নিরাপত্তার পাশাপাশি মাথায় রাখা হচ্ছে কোভিড বিধিও। এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউয়ে যান স্বাস্থ্য দফতরের পাঁচ চিকিৎসক।