এক ডজন গল্প: দীপাবলির আগে পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন, মৃত ৪ জওয়ান-সহ ১০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Nov 2020 12:15 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনার গুলিবৃষ্টি। মৃত্যু হল ৪ জওয়ান ও ছয় জন নিরীহ নাগরিকের। ভারতীয় সেনার পাল্টা হামলায় ৭-৮ জন পাক সেনার মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে একাধিক পাক বাঙ্কার। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে ফের কৈলাস বিজয়বর্গীয়র ওপর আস্থা রাখল বিজেপির শীর্ষ নেতৃত্ব। আবারও তাঁকে এ রাজ্যের পর্যবেক্ষক নিযুক্ত করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অরবিন্দ মেননের পাশাপাশি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে সহ-পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। আলিপুরদুয়ারের জয়গাঁয় হামলার ঘটনায় তৃণমূলকে দায়ী করলেন দিলীপ ঘোষ। প্রশ্ন তুললেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের জন্য আরও ২৭০৭ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। আজ দিল্লিতে কেন্দ্রের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বরাদ্দ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।