Ek Dojon Golpo : এটা হিরণের দোষ নয়, রাজনীতির ধরন : দেব
ABP Ananda | 02 Nov 2022 12:05 AM (IST)
ঘাটালের মাটিতে দাঁড়িয়ে হিরণের খোঁচার জবাব দিলেন দেব। বললেন, এটা হিরণের দোষ নয়। এটা রাজনীতির ধরন। আমাকে যদি হারাতে না পার, বাড়িতে ঢুকো না। পাল্টা, হিরণের বক্তব্য, আমি কারও বাড়িতে ঢুকিনি।