এক ডজন গল্প: বিজেপিতে রাজীব-বৈশালী-রথীন-প্রবীর, 'তৃণমূলে প্রভাব পড়বে না', দাবি কুণালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2021 12:00 AM (IST)
এক ডজন গল্প: বিজেপিতে রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী। এছাড়া বিজপিতে যোগদান করলেন পার্থসারথি চট্টোপাধ্যায় আর রুদ্রনীল ঘোষ। দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে রাজীবদের সাক্ষাৎ। কাল হাওড়াতে আরও অনেকের বিজেপিতে যোগ। বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বালি থেকে প্রার্থী হতে চাই, জানালেন বৈশালী ডালমিয়া। এই যোগদান প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, 'যারা এতদিন সব ক্ষমতা ভগ করে ভোটের মুখে শত্রুপক্ষে যান, তাঁদের মধ্যে অনেকে গতকাল দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কত ভালবাসেন।'