এক ডজন গল্প: মাদক-যোগে এনসিবির নজরে দীপিকার তিন সহ-অভিনেতা! কে এই এস-আর-এ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Sep 2020 11:33 PM (IST)
বলিউডের ড্রাগ-যোগের তদন্তে নজরে তিন সুপারস্টার! ড্রাগ-যোগের তদন্তে এনসিবি-র নজরে 'এস-আর-এ'। জিজ্ঞাসাবাদের জন্য এই তিন সুপারস্টারকে ডাকতে পারে এনসিবি। অন্যদিকে সুশান্ত-মৃত্যু তদন্তে নতুন মোড়। সুশান্তের শরীরে মেলেনি বিষক্রিয়ার চিহ্ন। সিবিআইয়ের কাছে এইমসের ফরেন্সিক রিপোর্টে উল্লেখ। নভেম্বরে ১১ রাজ্যের ৫৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কাজ করেও উত্তরবঙ্গে মূল্য না পাওয়ার আক্ষেপ মুখ্যমন্ত্রীর। অন্যদিকে, রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ১৮৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত ২ লক্ষ ৫৩ হাজার ৭৬৭ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২ জনের।