Baguihati Murder : বাগুইআটিতে অপহরণের পরে ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃশংসভাবে খুন। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Sep 2022 09:25 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাগুইআটিতে অপহরণের পরে ২ মাধ্যমিক পরীক্ষার্থীকে নৃশংসভাবে খুন। ২৩ অগাস্ট ন্যাজাটের শিরিষতলা থেকে অতনু দের মৃতদেহ উদ্ধার। ২৫ অগাস্ট হাড়োয়া থেকে অভিষেক নস্করের মৃতদেহ উদ্ধার। প্রায় ২ সপ্তাহ ধরে পুলিশ মর্গেই পড়ে মৃতদেহ, জানতেই পারল না পুলিশ! খুনের কথা অভিযুক্ত স্বীকার করার পরে কেন তৎপর হল না পুলিশ? একজনের দেহ ইটভাটার জলাধারে, আরেকজনের দেহ মাছের ভেড়িতে ।